বান্দরবানের হোটেল এবং রিসোর্ট তথ্য

বান্দরবানে বেশ কিছু ভালো মানের হোটেল রিসোর্ট গড়ে উঠেছে। ভাড়ার দিক থেকে সাশ্রয়ী থেকে শুরু করে লাক্সারী সবই আছে। নীচে কিছু হোটেল এর বিস্তারিত দেয়া হলো। বড় ছুটিতে এমনকি সাপ্তাহিক ছুটিতেও বান্দরবানে হোটেল পাওয়া কষ্টকর হয়ে দাড়ায়। তাই অবশ্যই আগে থেকেই বুকিং করে যাওয়া উচিত।

১. পর্যটন মোটেল, মেঘলা :

কম বাজেট এ দারুন একটি মোটেল । পাহাড় এবং লেকের পাশেই অবস্থিত পর্যটন এর মোটেলটির রুম এবং বারান্দা থেকে দারুন সুন্দর ভিউ পাওয়া যায়। আর চাদনী রাত হলে পুরো এলাকা জোসনায় ভাসবে। রেটও অনেক সাশ্রয়ী। তবে এটি শহর থেকে ৪ কি:মি: দুরে মেঘলায় অবস্থিত। এখান থেকে শহরে সিএনজিতে যেতে ১০০ টাকা পড়বে। তবে এখান থেকে মেঘলা পর্যটন কেন্দ্রে যাওয়া যায় হেঁটে হেঁটে।
ভাড়া :
নন এসি টুইন বেড : ১২৫০ টাকা
এসি টুইন বেড : ২৪০০ টাকা
২. নীলাচল এস্কেপ রিসোর্ট, নীলাচল :
এখানে থাকতে বুকে কিছুটা সাহসের দরকার হয় বৈকি। শহর থেকে এখানে আসতে সি.এন.জি.তে নেবে ২০০ টাকার মত। আর সাথে নীলাচলে প্রবেশ ফি (দিনে একবারই দিতে হবে এটা)।
মোট রুম আছে ৬ টি।
ভাড়া :
নন এসি কাপল বেড : ৩০০০/-
৩. রিভার ভিউ, বান্দরবান :
বান্দরবন এর পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর তীর ঘেষে হোটেলটির অবস্থান। এর ছাদে বসে নদীর সুন্দর ভিউ দেখা যায়।
ভাড়া :
কাপল রুম : ১৪০০ টাকা
৩ বেডের রুম : ১২০০ টাকা
৪ বেডের রুম : ১৬০০ টাকা

৪. হোটেল প্লাজা বান্দরবান :

শহরের মধ্যে নিরিবিলি পরিবেশে একটি ভালো হোটেল। নিজস্ব রেষ্টুরেন্ট ব্যাবস্থা আছে এখানে। ভাড়ার ক্ষেত্রে উইক ডেজ এ কিছু ডিসকাউন্ট আছে এ হোটেলে।
ভাড়া :
নন এসি টুইন : ১৭২৫ টাকা
৩ বেডেড রুম : ২০৭০ টাকা
১০ বেডেড ডরমেটরী : ৩৫০০ টাকা
এসি টুইন : ৩২২০ টাকা

৫. হিলসাইড রিসোর্ট, মিলনছড়ি, বান্দরবান :

শহর থেকে প্রায় ৮ কি:মি: দুরে রিসোর্টটি একটা পাহাড়ের ওপড়ে অবস্থিত। এখান থেকেও পাহাড় এবং সাঙ্গু নদী ফিতের মতো দেখা যায়।
ভাড়া : নানান কটেজে নানান রেট। ২৫০ টাকা থেকে শুরু।

৬. হোটেল হিল ভিউ, বাস টার্মিনাল, বান্দরবান :

বাস স্ট্যান্ড এর সাথে লাগানো একটি ভালো হোটেল। তবে বাস স্ট্যান্ডের শব্দে ছুটির আমেজ নষ্ট হয়ে যেতে পারে এখানে।
ভাড়া :
নন এসি কাপল : ১৫০০ টাকা
৪ বেডেড রুম : ২০০০ টাকা

৭. নীলগিরি রিসোর্ট, নীলগিরি, বান্দরবান :

এটাও একটি স্বপ্নের রিসোর্ট। হয়তো স্বপ্নও এতোটা দেখার কথা না। নীলগিরি পাহাড়ের চুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন এ রিসোর্টটি অবস্থিত। এখানে রিসোর্ট এ শুয়ে ছুয়ে মেঘ ছুতে পারবেন, দেখবেন দুরের পাহাড়ের চমৎকার সব দৃশ্যাবলী। চাদনী রাতে ভাসবেন জোসনায় আর অন্ধকার রাতে দেখবেন লক্ষ তারকারাজির মিলনমেলা। মোট কথা এখানে একটা রাত কাটানো হতে পারেে জীবনের সেরা রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত।
ভাড়া :
কটেজ অনুযায়ী ৫০০০ টাকা,৮০০০ টাকা এবং ১০,০০ টাকা প্রতি কটেজ (২ জন)
* এই রিসোর্টে বুকিং করতে হবে কোন কর্মরত আর্মি অফিসারর মাধ্যমে।
* এই রিসোর্টে পছন্দের দিনে রুম পেতে হলে অন্তত ৫ মাস আগে বুকিং করতে হবে।

No comments:

Post a Comment

Adbox