হাজার দ্বীপের হ্রদ

একটি আশ্চর্য সুন্দর মনুষ্য নির্মিত হ্রদ হল চীনদেশের ঝেজিয়াং প্রদেশের কিয়ানডাও হ্রদ। জিনান নদীর হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও একটি অতি সুন্দর পর্যটন কেন্দ্র তৈরির ধারণাটি মাথায় রেখেই এই হ্রদটি নির্মাণ করা হয়েছে।
শুনলে অবাক না হয়ে পারবেন না যে খুব সুন্দর সুন্দর ১০৭৮ টি দ্বীপও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এখানে। তাই বর্তমানে হাজার দ্বীপের হ্রদ নামেই এটি বেশি পরিচিত।
৫৭৩ বর্গকিমির এই হ্রদের কোন কোন স্থানে জলের গভীরতা ১২০ মিটার পর্যন্ত। আর দ্বীপগুলোর সম্মিলিত আয়তন প্রায় ৮৬ বর্গকিমি।
হ্রদটির জল একদম কাচের মত স্বচ্ছ এবং সুপেয়। চীনের একটি স্বনামধন্য মিনারেল ওয়াটার কোম্পানি এই হ্রদের জল ব্যাবহার করে থাকে।
দ্বীপগুলিও কম আশ্চর্যের নয় !!! চিড়িয়াখানার আদলে দ্বীপগুলো বিভিন্নরকম পশুপাখি দিয়ে সাজানো হয়েছে, যেমন কোন দ্বিপে শুধু বাঁদর,কোনটিতে সাপ, কোনটিতে পাখি  এই রকম করে।
চিত্তবিনোদনেরও অনেক ব্যাবস্থা রয়েছে এখানে।
বর্তমানে বিশ্বের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র এই হ্রদটিতে বেড়ানোর স্মৃতি যে কোন পর্যটকের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
আপনাদের প্রত্যেকের জীবনে এই অপূর্ব সুন্দর হ্রদটিতে বেড়ানোর সুযোগ আসুক, এই কামনা করি।
সৌজন্যে : সনজিত কর্মকার

No comments:

Post a Comment

Adbox